Friday, December 5, 2025

প্রেমিকের হুডি চুরি করতেন ভারতীয় এই অভিনেত্রী

আরও পড়ুন

টালিপাড়ায় আবারও বইছে গুঞ্জনের ঝড়। এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে টালিউড অভিনেত্রী সৌরসেনী মিত্র। যার ব্যক্তিগত জীবন যেন বারবারই টেনে আনে নতুন রহস্যের মোড়ে। ব্যবসায়ী নিখিল জৈনের সঙ্গে তার সম্পর্ক নিয়ে যখন চারদিকে কানাঘুষা চরমে, ঠিক তখনই সৌরসেনীর সাম্প্রতিক এক মন্তব্যে সেই প্রেমের ছবিতে নেমে এসেছে নতুন এক ছায়া। একসময়ের আলোচিত দম্পতি নুসরাত-নিখিলের অতীত ছাপিয়ে, নিখিলের দ্বিতীয় সম্পর্কের সেই অধ্যায়ের কেন্দ্রেই ছিলেন টালিপাড়ার এই প্রতিভাবান নায়িকা। কিন্তু সৌরসেনীর রহস্যময় মন্তব্যে আবারও জল্পনা তুঙ্গে, তবে কি ভাঙন ধরল সেই বন্ধনেও?

আরও পড়ুনঃ  সচিবালয় অভিমুখে ইশরাক সমর্থকদের লংমার্চ কর্মসূচিতে পুলিশের বাধা

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, ২০২৩ সালে বারাণসীতে একটি বিজ্ঞাপনী শুটিংয়ের সূত্রেই ঘনিষ্ঠতা বাড়ে নিখিল-সৌরসেনীর।এরপর তাদের একাধিক পার্টিতে একসঙ্গে দেখা গেছে।

সবচেয়ে বেশি নজর কেড়েছিল গত বছরের নভেম্বরে। ইডেন গার্ডেনে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেট ম্যাচে ভারত ও দক্ষিণ আফ্রিকা খেলার দিন তাদের দুজনকে একসঙ্গে গ্যালারিতে দেখা গিয়েছিল।

কিন্তু ২০২৫ সালের ১ জানুয়ারি সেই গুঞ্জন যেন সত্যি হয়েছিল। নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে নিখিলের বাহুলগ্না একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সৌরসেনী নিজেই সিলমোহর দেন সেই সম্পর্কে। ছবির ক্যাপশন ছিল, ‘হ্যালো ২০২৫, তোমাকেও হ্যালো নিখিল।’

আরও পড়ুনঃ  চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিন তারিখ ঘোষণা

তবে সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির হয়ে সাংবাদিকদের মুখোমুখি হন সৌরসেনী। সেখানেই শীতকালের প্রসঙ্গ টেনে এক আক্ষেপের কথা বলেন তিনি, যা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

তিনি বলেন, ‘একটা জিনিস এবারের শীতে আমার খুব মিস হয়ে যাবে। আমি বয়ফ্রেন্ডের থেকে তার হুডি চুরি করতাম। এবার সেটা হবে না আর। মনে হয় এবার আমাকে একটা হুডি কিনতে হবে! এবার আর চুরি করা যাবে না।‘

তার এমন্ মন্তব্যে স্পষ্টতই ইঙ্গিত দিচ্ছে, যে তার আর নিখিল জৈনের সম্পর্ক আর আগের মতো নেই। প্রিয়জনের জিনিস চুরি করার মতো মিষ্টি অভ্যাস আর হয়তো পূরণ হবে না বলেই মনে করছেন সৌরসেনী।

আরও পড়ুনঃ  ফের বিয়ে করলেন আবু ত্বহা ও সাবিকুন নাহার

উল্লেখ্য, সৌরসেনী মিত্র ২০১২ সালে ‘চিটাগং’ সিনেমায় শিশু শিল্পী হিসেবে অভিনয় জীবনে আত্মপ্রকাশ করেন। এরপর ‘উমরিকা’ (২০১৫), ‘একান্নবর্তী’ (২০২১), ‘শাস্ত্রী’ (২০২৪)সহ আরও অনেক সিনেমায় অভিনয় করে বেশ দক্ষতার ছাপ রেখেছেন এই সুন্দরী।

আপনার মতামত লিখুনঃ

আরও পড়ুন

সর্বশেষ সংবাদ