বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। সংশোধিত এমপিও নীতিমালা অনুযায়ী, নিয়োগ প্রার্থীর শিক্ষাজীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ গ্রহণযোগ্য হবে না। যাদের তৃতীয় বিভাগ রয়েছে তারা এ পদে আবেদন করতে পারবেন না।
এ তথ্য শিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন। সংশোধিত নীতিমালা ইতোমধ্যেই শিক্ষা মন্ত্রণালয়ের সভায় চূড়ান্ত অনুমোদন পেয়েছে এবং শিগগিরই গেজেট আকারে প্রকাশিত হতে পারে।
সরকারি সূত্র জানায়, পূর্বের নীতিমালায় তৃতীয় বিভাগ পাওয়া প্রার্থীরাও আবেদন করতে পারতেন, কিন্তু নতুন ধারা অনুসারে এ সুযোগ আর নেই। এনটিআরসিএর মাধ্যমে প্রধান নিয়োগের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এর ফলে বিধিমালা সংশোধন করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিবের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলে আগামী সপ্তাহেই নতুন বিধিমালা প্রকাশিত হতে পারে।
নিয়োগ প্রক্রিয়ায় বাছাই পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে, যদিও পরীক্ষা কত নম্বরের হবে এবং মৌখিক পরীক্ষার নম্বর ভাগ কী হবে, তা এখনও চূড়ান্ত হয়নি। এই সিদ্ধান্ত নিতে এনটিআরসিএর নির্বাহী বোর্ডের অধিকার রাখা হয়েছে।
গত ৬ অক্টোবর মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলীর স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপার ও সমমানের সব পদে নিয়োগের ক্ষেত্রে নতুন নিয়ম প্রযোজ্য হবে। এটি সরকারের নীতিগত সিদ্ধান্ত হিসেবে কার্যকর হবে।
শিক্ষা মন্ত্রণালয় সংশ্লিষ্টরা বলছেন, এ পদে যোগ্য ও প্রতিযোগিতামূলক প্রার্থীদের নিয়োগ নিশ্চিত করতে এই কঠোর শর্ত আরোপ করা হয়েছে, যা শিক্ষার মান উন্নয়নে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

